#BangladeshChallenge

এই ক্যাম্পেইনের উদ্দেশ্য জরুরি ও প্রয়োজনীয় স্থানগুলো চিহ্নিত করতে বাংলাদেশের তরুণদের উৎসাহ দেয়া। এই উদ্যোগের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই, তাদের চারপাশের ফার্মেসি, হাসপাতাল, ক্লিনিক, রিচার্জ পয়েন্টসহ অন্যান্য দরকারি স্থানগুলো গুগল ম্যাপ এবং ওপেন স্ট্রিট ম্যাপে অথবা বাংলাদেশ চ্যালেঞ্জ ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে চিহ্নিত করে দেয়ার জন্য।

এটি সাহায্য করবে বৃহত্তর জাতীয় ইস্যুতে সবাইকে একসাথে থাকতে এবং এই ম্যাপ ব্যবহারের মাধ্যমে জরুরি সরবরাহ পৌঁছে দিয়ে করোনাভাইরাস -এর মত দুর্যোগ মোকাবেলা করতে। আয়োজনটি শুরু হয়েছে ৮ এপ্রিল ২০২০ এবং চলবে ৩০শে এপ্রিল পর্যন্ত। এখনও সারাদেশের সব জায়গাগুলোর সঠিক তথ্য সহজে ম্যাপে পাওয়া যায় না, যার ফলে সরকারি, বেসরকারি, এনজিও কিংবা অন্যদের দেওয়া জরুরি সেবা সঠিক সময়ে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এই তথ্যগুলো ম্যাপে যুক্ত হলে স্থানীয় পর্যায়ে সহজেই সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এজন্যই গুগল ম্যাপ এবং ওপেন স্ট্রিট ম্যাপে বিভিন্ন স্থান যুক্ত করতে তরুণদের উৎসাহ দেওয়ার এ উদ্যোগ নিয়েছে এটুআই (A2i), গ্রামীণফোন ও অন্যান্য সংস্থারা। এক্ষেত্রে https://www.bangladeshchallenge.com ওয়েবসাইটটি সাহায্য করবে সহজেই স্থানীয় সংস্থাগুলোর মাধ্যমে জরুরী সেবা পৌঁছে দিয়ে কোভিড-১৯ মোকাবেলা করতে। সবার হাতে নিজ নিজ এলাকার স্থানগুলো চিহ্নিত করার সুযোগ তুলে দেওয়ার প্রস্তাবনার জায়গাটি আমাদের ব্র্যান্ডের সাথেও প্রাসঙ্গিক। এছাড়া এটি আমাদের দেশের জন্য সবার সাথে একসাথে কাজ করার একটু প্রচেষ্টা। সারাদেশের তরুণদের কাছে পৌঁছানোর জন্য #BangladeshChallenge-এর বার্তাটি হবে জাতীয়তাবোধের সাথে আমাদের ব্র্যান্ড এসেন্স ‘সম্ভব' মিলিয়ে। এছাড়াও মানুষকে এই উদ্যোগে অংশ নিতে উদ্বুদ্ধ করার জন্য একটি ইন্টারনেট প্যাক চালু করা হয়েছে : ৩৯ টাকায় ৫১২ MB রেগুলার ইন্টারনেট এবং ৫১২ MB বায়োস্কোপ  ইন্টারনেট ও প্রাইম পাস। মেয়াদ : ৩ দিন। ডায়াল : *১২১* ৩৪৭০# অথবা এখানে ক্লিক করুন

এই উদ্যোগটিতে অবদান রাখবেন অনেকেই, যাকে মূলত দুইভাগে ভাগ করা হয়েছে- সংগঠক ও অংশীদার। এটুআই (A2i), গ্রামীণফোন (GP), ইয়ুথহাব (Youthhub), বাংলাদেশ স্কাউট (Bangladesh Scouts), প্রেনিউর ল্যাব - (Preneurlab) এই উদ্যোগের সংগঠক হিসেবে কাজ করবেন এবং গুগল ডেভেলপার গ্রপ (Google developer group), লোকাল গাইডস বাংলা (local guides bangla), গুগল ক্রাউডসোর্স (Google crowdsource), উইমেন টেকমেকারস (Women techmakers), গুগল বিজনেস গ্রপ (Google business group) ও ওপেন স্ট্রিট-এর সাথে যারা যুক্ত তারা কাজ করবেন অংশীদার হিসেবে।
 

ভিসিট করুন https://www.bangladeshchallenge.com/ এবং দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ  ও প্রয়োজনীয় স্থানের তথ্য দিতে আপনিও অংশগ্রহণ করুন।

grameenphone