প্রিপেইড থেকে পোস্টপেইড মাইপ্ল্যান কমিউনিটি জয়েন করতে:
- আপনার নিকটস্থ গ্রামীণফোন সেন্টার ভিজিট করুন
- বায়োমেট্রিক ভেরিফিকেশন কোড সংগ্রহ করুন
- আপনাকে সহায়তা করতে গ্রামীণফোনের প্রতিনিধি উপস্থিত থাকবেন অথবা আপনি চাইলে খুব সহজেই MyGp অ্যাপ থেকে নিজেই করতে পারবেন https://mygp.li/migration
প্রিপেইড থেকে পোস্টপেইডে মাইগ্রেশনের শর্ত:
- আপনার প্রিপেইড সংযোগটির বয়স সর্বনিম্ন ৩ মাস হতে হবে
- নন STAR গ্রাহকদের জন্য, মাইগ্রেশন চলাকালীন ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স ৪০০ টাকা থাকতে হবে এবং মাইপ্ল্যানে মাইগ্রেট করার পরে এটি সিকিউরিটি ডিপোজিট হিসেবে যুক্ত হবে
- STAR গ্রাহক হিসেবে আপনি মাইগ্রেশনের পর ৪০০ টাকা ডিফল্ট ক্রেডিট পাবেন
- মাইগ্রেশন চলাকালীন আপনি ২৮৮/২৬০ টাকা বান্ডেল সিলেক্ট করতে পারবেন
- অব্যবহৃত সকল বোনাস, মিনিট, এবং সার্ভিস মাইপ্ল্যান অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে
- মাইপ্ল্যানে মাইগ্রেশনের পূর্বে প্রিপেইড রোমিং ডিঅ্যাক্টিভেট করতে হবে
- প্রিপেইড থেকে পোস্টপেইড মাইগ্রেশনে আপনি চাইলে নিচের লিংকটি ব্যবহার করতে পারেন https://mygp.li/migration